বিহার নির্বাচন: জেডিইউয়ের সদর দপ্তরের সামনে লাড্ডু বিলি

বিহারের রেকর্ড সিট জেতার পথে এগিয়ে চলেছে এনডিএ জোট। আর সেই আনন্দেই পাটনায় জেডিইউয়ের সদর দপ্তরের সামনে লাড্ডু বিলি করতে শুরু করে দিয়েছেন নীতীশ কুমারের দলের কর্মী-সমর্থকেরা। ২২৫ কেজি লাড্ডু বিলি করা হচ্ছে।  রাজ্যের বিভিন্ন প্রান্তে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরাও।

এদিকে যত সময় গড়াচ্ছে, বিহারে ততই এগোচ্ছে জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপির জোট। সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিহারে ১৯০ আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। বিরোধীদের মহাগঠবন্ধন এগিয়ে আছে ৪৯টি আসনে। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি আপাতত কোনও আসনেই এগিয়ে নেই।

২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোট হয় দুই দফায় – ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর। প্রথম দফায় ১২১টি আসনে ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট পড়েছে ৬৮.৭৮ শতাংশ। সামগ্রিকভাবে প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে দু’দফা মিলিয়ে। এদিন ভোটগণনা শুরুর আগেই আত্মবিশ্বাসী বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। আরজেডি নেতার কথায়, ‘বিহারে পরিবর্তন আসবেই।’


বুথ ফেরত সমীক্ষায় আরজেডি, কংগ্রেস, সিপিআইএমের মহাগঠবন্ধনের থেকে এগিয়ে রয়েছে জেডিইউ, বিজেপি, এলজেপির এনডিএ। এদিকে ভোটের ফলপ্রকাশ হলেও, আজ কোনও উদযাপন হবে না বিহারে। দিল্লি বিস্ফোরণকাণ্ডের আবহে সতর্কতাবশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।