পাঞ্জাবে এক অপরাধচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো রাজ্য পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ)। বারনালা জেলার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে বম্বিহা গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সন্দীপ সিং ও শেখর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ছয়টি পিস্তল এবং উনিশটি কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি পিএক্স৫ মডেলের পিস্তল, চারটি ৩২ বোরের এবং একটি ৩০ বোরের পিস্তল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিদেশে থাকা গ্যাংয়ের ‘হ্যান্ডলার’-দের নির্দেশে এই অস্ত্রগুলি রাজ্যের বিভিন্ন অপরাধচক্রের কাছে সরবরাহের পরিকল্পনা ছিল। উদ্দেশ্য ছিল রাজ্যে কয়েকটি চাঞ্চল্যকর অপরাধমূলক ঘটনা ঘটানো।
পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক গৌরব যাদব জানিয়েছেন, এই অভিযান রাজ্যের অপরাধচক্র দমন অভিযানে এক গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে। তিনি আরও বলেন, ‘এই নেটওয়ার্কের পেছনে ও সামনে কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা অস্ত্র সরবরাহ চক্রটি চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ চলছে।’
ফলে রাজ্যজুড়ে গ্যাংস্টার দমন অভিযান এখন নতুন দিক নিচ্ছে বলে পুলিশ দপ্তর সূত্রের খবর।