সংবাদমাধ্যমকে একহাত নিলেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী (Photo: IANS/MEA)

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি।আর সেই কারণে রাইসিনা হিলসে বসেছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের আসর।সেখানে হাজির ছিলেন বিশ্বের তাবড় রষ্ট্রনেতারা।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে মােদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং।

কিন্তু তার ভুল ছবি সম্প্রচারিত হওয়ায় এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী শােরিং তােগবে।ভুটানের প্রধানন্ত্রী নরেন্দ্র মােদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন এই খবরটি কভার করতে গিয়ে কোনও সংবাদমাধ্যম তার ছবির জায়গায় ভুটানের প্রাক্তন প্রধানন্ত্রীর ছবি সম্প্রচারিত করে ফেলে।একজন রাষ্ট্রনেতার পরিচয় নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের ঔদাসীন্য নিয়েই প্রশ্ন তুলে ধরেন শেরিং।ট্যুইটারে তিনি লেখেন ,‘ ভারতীয় গণমাধ্যম তাে অস্ত্র তুলে নেবে।যদি অন্য কোনও দেশে তাঁদের প্রধানমন্ত্রীর নাম ভুল বলে । মানছি ভূটান খুব ছোট দেশ।কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র।খুব  ভালাে বন্ধু রাষ্ট্র। ‘তােবগে’র এই ট্যুইট সামনে আসতেই সমালােচনার ঝড় বয়ে গিয়েছে।