পরীক্ষার আগেই মৃত্যু, হৃদরোগে প্রাণ হারালেন বিএইচইউ-র ছাত্র

হৃদরোগে প্রাণ হারালেন বিএইচইউ-র এর এক ছাত্র। তাঁর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস জুড়ে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক প্রথম বর্ষের ওই ছাত্রের নাম অনুপ সিং চৌহান (২৪)। বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার কিছুক্ষণ আগেই হস্টেলের ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

উত্তর প্রদেশের আজমগড় জেলার বাসিন্দা অনুপ সদ্যই বিএইচইউ-তে পড়াশোনা শুরু করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই থাকতেন তিনি। জানা গিয়েছে, পরীক্ষার প্রস্তুতির জন্য মঙ্গলবার রাতে অনুপ তাঁর দুই সহপাঠীর সঙ্গে রাত জাগেন। প্রায় রাত ৩টে পর্যন্ত পড়াশোনা করার পর তিনজনই ঘুমাতে যান। ঘটনাস্থলে উপস্থিত এক সহপাঠী জানান, ‘সকাল ৬টা নাগাদ আমরা ওকে ডাকাডাকি করি। কোনও সাড়া না পাওয়ায় প্রথমে ভেবেছিলাম ঘুমাচ্ছে। শরীর তখনও গরম ছিল। তাই বিষয়টি নিয়ে সন্দেহ হয়নি। পরে কর্তৃপক্ষকে জানানো হয়।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৎপরতায় অনুপকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অনুপের। তবে, পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। অনুপের পরিবারও এই মৃত্যুর খবরে হতবাক।


অনুপের বাবা বিনোদ সিং জানান, ‘মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ছেলের সঙ্গে ভাইয়ের কথা হয়েছিল। কোনও অসুস্থতার কথা বলেনি অনুপ। বরং পুরোপুরি স্বাভাবিক ছিল। ওর আগে কখনও এমন কোনও শারীরিক সমস্যা ছিল না।’ ঘটনার তদন্তে নেমেছে লঙ্কা থানার পুলিশ। অনুপের অকালমৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহপাঠীরা। বিএইচইউ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে ছাত্রদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।