ওড়ার মুখে ঈগলের ধাক্কায় বাতিল বেঙ্গালুরুগামী উড়ান

ওড়ার ঠিক আগে ভয়ঙ্কর বিপদের মুখ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে ওড়ার সময় রানওয়েতে চলন্ত অবস্থায় হঠাৎ একটি বিশাল ঈগল এসে ধাক্কা মারে বিমানের সামনের অংশে। ফলে সঙ্গে সঙ্গেই উড়ান বাতিলের সিদ্ধান্ত নেন পাইলট। ওই বিমানে মোট ৯০ জন যাত্রী ছিলেন। পাখির ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটি থামিয়ে দেন পাইলট। বাতিল করা হয় উড়ান। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিমান সংস্থা।

পরে সংস্থার তরফে জানানো হয়, ‘বিজয়ওয়াড়া বিমানবন্দরে পাখির ধাক্কার কারণে বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু উড়ানটিতে বিঘ্ন ঘটে। এটি সম্পূর্ণভাবেই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। যাত্রীদের যে কোনও ধরনের অসুবিধার জন্য আমরা দুঃখিত।’ ঘটনার জেরে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার আয়োজন করেছে বিমান সংস্থা। দেওয়া হয়েছে টিকিট বাতিলের টাকা বা অন্য দিনের উড়ানে রওনা হওয়ার সুযোগও।

বিমান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিমানটিকে পরিষ্কার করে প্রয়োজনীয় মেরামতির জন্য হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। বিমানের মতো যানবাহনের ক্ষেত্রে এই ধরনের পাখির ধাক্কা বড় ধরনের বিপদের কারণ হতে পারে, বলেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।