সিকিমের জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

সিকিম ভ্রমণে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কলকাতার এক মহিলা পর্যটকের উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটনস্থল জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে মৃত পর্যটকের বয়স ৪৭ বছর। সরকারি সূত্রে খবর, আগে থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবুও পরিবার-পরিজনের সঙ্গে উচ্চতার ঝুঁকি উপেক্ষা করেই জিরো পয়েন্টে বেড়াতে গিয়েছিলেন তিনি।

জানা যায়, বুধবার ওই মহিলা তাঁর মেয়ে ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে উত্তর সিকিমের লাচুং এলাকায় একটি হোটেলে ওঠেন। ওই দিন থেকেই তাঁর বমি ও শ্বাসকষ্ট শুরু হয় শরীর খারাপ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি জিরো পয়েন্টে যান। বিকেলে তাঁরা হোটেলে ফিরে আসেন। কিন্তু সন্ধ্যার পরও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

রাতে নিয়মমাফিক খাওয়াদাওয়া শেষে তিনি মেয়েদের সঙ্গে ঘুমাতে যান। শুক্রবার ভোরে হঠাৎ করেই তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে বমির সমস্যাও বেড়ে যায়। দ্রুত অবস্থার অবনতি হতে থাকায় হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে লাচুংয়ের সেনা ফিল্ড হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।মঙ্গন জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ওয়্যারলেস বার্তা পাঠিয়ে মৃতদেহের তদন্তের জন্য সংশ্লিষ্ট আধিকারিক পাঠানোর অনুরোধ জানানো হয়। পাশাপাশি, সকাল সাড়ে সাতটা নাগাদ পুলিশ লাচুং সেনা ক্যাম্পের ফিল্ড হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়ে কলবুক ইনটিমেশন পায়।

এই ঘটনায় ভেঙে পড়েছেন মৃত পর্যটকের সঙ্গে থাকা মেয়ে ও আত্মীয়রা।কলকাতায় তাঁর বাড়িতে দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীদের এই ঘটনা আবার একবার উচ্চ পার্বত্য এলাকায় ভ্রমণের সময় শারীরিক সতর্কতার প্রয়োজনীয়তাকে সামনে এনে দিল।