যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবার স্লিপার কামরাতেও বেশ কিছু সুযোগ সুবিধে যুক্ত করল ভারতীয় রেল। এবার থেকে রেলের দক্ষিণ শাখায় স্লিপার কামরাতে পাওয়া যাবে বেড -রোল। এতদিন পর্যন্ত এই সুবিধে পেয়ে এসেছে বাতানুকূল কামরার যাত্রীরা। এবার স্লিপার কামরাতেও এই পরিষেবা চালু হচ্ছে।
রেলের তরফে জানানো হয়েছে, ২০২৬-এর ১ জানুয়ারি থেকে এই পরিষেবা পাওয়া যাবে। প্রথম দফায় ১০টি এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। স্লিপার কামরায় চাদর, বালিশ, বালিশের কভারের জন্য যাত্রীপিছু খরচ হবে ৫০ টাকা। এর মধ্যে চাদরের দাম ২০ টাকা এবং বালিশ ও তার কভারের দাম ৩০ টাকা। এই ব্যবস্থা চালু হলে শীতকালে উপকৃত হবেন যাত্রীরা।
২০২৩-২৪ সালে রেলের আয় বাড়াতে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই ব্যবস্থায় সংশ্লিষ্ট সংস্থাকে বেড রোল কেনা, যান্ত্রিকভাবে ধোওয়া, প্যাকিং, লোডিং এবং এরপর বিতরণ ও সংরক্ষণের দায়িত্ব দেওয়া হবে। এই ব্যবস্থায় রেলের দক্ষিণ শাখায় ২৮.২৭ লক্ষ টাকা বেশি আয় হবে বলে আশা করছে রেল।
রেল সূত্রে জানানো হয়েছে, চেন্নাই-মেট্টুপালায়ম নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই এগমোর-মান্নারগুড়ি এক্সপ্রেস, চেন্নাই এগমোর-তিরুচেন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-পালাক্কাড় এক্সপ্রেস, চেন্নাই এগমোর-সেনগোত্তাই সিলাম্বু সুপারফাস্ট এক্সপ্রেস, তাম্বারম-নাগেলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। এক্সপ্রেস, চেন্নাই-আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস, এবং চেন্নাই এগমোর-ম্যাঙ্গালোর এক্সপ্রেস, আপাতত এই ট্রেনগুলির স্লিপার ক্লাসে এই নতুন পরিষেবা চালু করা হবে।