‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান আজ বিজয় চক চত্বরে, আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে প্রজাতন্ত্র দিবস উদযাপন

ভারতের প্রজাতন্ত্র দিবসের তিন দিনব্যাপী উদযাপন আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠানের মাধ্যমে। রাজধানীর বিজয় চক  চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, বাদ্যযন্ত্র ও পতাকা অবনমনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘোষণা করে।

প্রতিটি বছরের মতো, এবারও বিভিন্ন বাহিনীর সদস্যরা সমন্বিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা শান্তিপূর্ণভাবে নামানো হয় এবং ভারতীয় সেনা, নৌসেনা ও বিমান বাহিনীর একাধিক যন্ত্রপাতি প্রদর্শিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানমালার সমাপ্তি হিসেবে নান্দনিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।


প্রতিটি বছরের মতো, এই ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান সাধারণ মানুষ এবং পর্যটকদের জন্যও উন্মুক্ত, যারা অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ পান। এটি প্রজাতন্ত্র দিবস উদযাপনের চূড়ান্ত এবং মনোমুগ্ধকর অংশ হিসেবে পরিচিত।