ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কা এড়াতে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারীজি মন্দিরে দর্শনে না আসার জন্য পুণ্যার্থীদের অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই মর্মে রবিবার একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রও জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীরা যেন বাঁকে বিহারীজি মন্দির দর্শনে না আসেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনের আগেই বৃন্দাবনে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করে। নতুন বছরের শুরু ঘিরে সেই ভিড় আরও বেড়েছে। বর্তমানে ভিড় এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃন্দাবনের গলি অত্যন্ত সরু। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী সেই সরু পথ দিয়েই মন্দিরে যাতায়াত করছেন। অনেক জায়গায় হাঁটার মতো জায়গাও থাকছে না। বাঁকে বিহারীজি মন্দিরে যাওয়ার মূল পথও খুবই সঙ্কীর্ণ হওয়ায় ভিড় জমলে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু মন্দির কর্তৃপক্ষই নয়, পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনও কড়া পদক্ষেপ নিয়েছে। বাইরে থেকে আসা গাড়িকে বৃন্দাবনে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস্তাঘাট এবং মন্দির চত্বর— সব জায়গাতেই ভিড় উপচে পড়ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলানো হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের আবেদন, পুণ্যার্থীরা আপাতত ভিড় এড়িয়ে চলুন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনে আসুন। নিরাপত্তাই এখন প্রধান লক্ষ্য।