১১০০ ড্রোনে ফুটে উঠবে রামকাহিনি, দীপোৎসবের জন্য প্রস্তুত অযোধ্যা

দীপাবলি মানেই আলোর উৎসব, ভালোর উৎসব। সমস্ত অন্ধকার সরিয়ে আলোর উদযাপনে মেতে ওঠে গোটা দেশ। গত কয়েক বছর ধরে উত্তর প্রদেশের অযোধ্যার ‘দীপোৎসব’ পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। এবছর অযোধ্যার দীপোৎসবের চমক ড্রোনের রামলীলা। প্রতি বছরের মতো এবছরেও সরযূ নদীর তীরে জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ। ২৬ লক্ষ জ্বলন্ত প্রদীপে আলোময় হয়ে উঠবে অযোধ্যা। সঙ্গে আকর্ষণ ১১০০টি ড্রোন ফুটিয়ে তুলবে রামায়ণের নানা কাহিনী।

আকাশজুড়ে এমন ড্রোনের আলোর খেলা দেখা যাবে, ১৮ ও ১৯ অক্টোবর, এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশের পর্যটন দপ্তর। রাম কি পাড়ির ৫৬টি ঘাট আলোময় হয়ে উঠবে। উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী জয়বীর সিং জানান, আবহ এবং আলোর মূর্ছনায় রাতের আকাশে দেখা মিলবে, সঞ্জীবনী পর্বত নিয়ে হনুমান, রাম সেতু, রাম জন্মভূমি মন্দির’ ইত্যাদি।থাকছে ‘ত্রেতা যুগ থকে নব অযোধ্যা’ থিম।

গত কয়েক বছর ধরেই অযোধ্যার এই উৎসবকে ঘিরে লোকসমাগম হয়। এই অভিনব আলোর উৎসব বদলে দেয় অযোধ্যার চেনা চেহারা। গতবছরও প্রায় ৫০০টি ড্রোন উড়েছিল অযোধ্যায়। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে চত্বর। নির্বিঘ্নে উৎসব পরিচালনা করার জন্য জেলাশাসক নিখিল টিকারাম ফুণ্ডে দায়িত্ব দিয়েছেন প্রশাসনিক স্তরের একাধিক কর্মকর্তাদের। উৎসব উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাম জন্মভূমি।