ঝাড়খণ্ডের লাতেহার জেলায় বাস উল্টে পাঁচ মহিলা-সহ নয় জনের মৃত্যু। রবিবার দুর্ঘটনা ঘটে মহুয়াদাঁড় থানা এলাকার ওরসা বাংলাদারা এলাকায়। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৭০ জন। পুলিশ জানায়, মহুয়াদাঁড়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৮০ জনের একটি দল ছত্তিশগড়ের বলরামপুর থেকে লাহেতার যাচ্ছিল। ওরসা বাংলাদারা এলাকায় বাসের ব্রেক ফেল হয়ে যায়। তার জেরে চালক নিয়ন্ত্রণ হারান ও বাসটি উল্টে যায়। পুলিশ জানায়, আহতদের মহুয়াদাঁড় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ও রাঁচির রিমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।