ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের চামোলি জেলায়। মঙ্গলবার গভীর রাতে বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে পিপলকোটি সুড়ঙ্গের ভিতরে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের। এই দুর্ঘটনায় অন্তত ৬০ জন শ্রমিক আহত হয়েছেন। সংবাদসংস্থার খবর অনুযায়ী, সুড়ঙ্গের ভিতরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি লোকো ট্রেনের ধাক্কা লাগে।
সংঘর্ষের সময় লোকো ট্রেনটিতে মোট ১০৯ জন যাত্রী ছিলেন। আচমকা দুর্ঘটনার জেরে বহু শ্রমিক ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান কয়েক জন। ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়। সুড়ঙ্গের ভিতর থেকে আহতদের বের করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, ‘কয়েক জনের আঘাত গুরুতর হলেও বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল।’
চামোলির পুলিশ সুপার সুরজিৎ সিংহ জানান, ‘প্রাথমিক চিকিৎসার পর ৪২ জনকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে চার থেকে পাঁচ জনের হাড় ভেঙেছে। কয়েক জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ এই দুর্ঘটনার পর ভারতীয় রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এর সঙ্গে রেলের কোনও যোগ নেই।
উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় বলেন, ‘দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনই ভারতীয় রেলের নয়। এগুলি শুধুমাত্র জলবিদ্যুৎ প্রকল্পের কাজে মালপত্র পরিবহন এবং শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছিল’। উল্লেখ্য, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ ৪৪৪ মেগাওয়াট ক্ষমতার বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পটি আগামী বছর শেষ হওয়ার কথা। তার আগেই এই দুর্ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।