কার্বি আংলঙে মোবাইল ইন্টারনেট পরিষেবার নিষেধাজ্ঞা প্রত্যাহার

দিসপুর—

কার্বি আংলঙ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির প্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিল অসম সরকার। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক করতে ইন্টারনেট পরিষেবা ফের চালু করা জরুরি হয়ে পড়েছিল।

সরকারি দপ্তর সূত্রে খবর, সাম্প্রতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন অশান্তির জেরে অপপ্রচার ও গুজব ছড়ানো ঠেকাতে অস্থায়ীভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিরাপত্তা বাহিনীর সক্রিয় তৎপরতা, টহলদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ফলে এখন এলাকায় শান্তি ফিরেছে বলে প্রশাসনের মূল্যায়ন।


এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানান, ‘বর্তমানে কার্বি আংলঙে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে আইনশৃঙ্খলা যাতে আবার বিঘ্নিত না হয়, সে জন্য পরিস্থিতির উপর কড়া নজরদারি চালু থাকবে বলেও জানানো হয়েছে।

মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যাঙ্কিং এবং ছোট ব্যবসা-বাণিজ্যে সমস্যার মুখে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরিষেবা ফের চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। অনেকের মতে, অনলাইন লেনদেন ও পড়াশোনার কাজে আবার গতি ফিরবে।

এদিকে, প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, কোনও ধরনের গুজব বা উসকানিমূলক তথ্য সমাজমাধ্যমে ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার।