কমল হাসানের হিন্দু সন্ত্রাসী মন্ত্যবে সমর্থন দিলেন আসাদউদ্দিন ওয়েইসি

কমল হাসান (Photo: Facebook)

‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু।’ কমল হাসানের মন্তব্যে তৈরি হয় বিতর্ক। প্রতিবাদে সরব হয় গেরুয়া শিবির। সেই বিতর্কের মাঝেই দক্ষিণী অভিনেতা ও মাক্কাল নিধি মিয়ামের প্রধানের পাশেই দাঁড়ালেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।

এআইএমআইএম প্রধানের মতে, ‘গান্ধির হত্যাকারীকে জঙ্গি ছাড়া আর কী বা বলা যায়? বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যাঁরা জাতির জনকের হত্যা ভুলে গিয়েছেন, তাঁরা তাঁকে শ্রদ্ধা নয়, যারা মহাত্মা গান্ধির হত্যার সঙ্গে যুক্ত ছিল, তারা সকলেই জঙ্গি।’

রবিবার তামিলনাড়ুর আভারুকুরিচি বিধানসভা উপনির্বাচনের প্রচার করেন কমল হাসান। সেখানেই তিনি বিতর্কিত মন্তব্যটি করে বসেন। বলেন, ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তার নাম হল নাথুরাম গডসে।’


পরে সভায় তিনি বলেন, ‘এখানে মুসলিম ভােট বেশি। তাই মনে হতেই পারে আমি ভােটের জন্য একথা বলছি। কিন্তু একেবারেই নয়। আমি এটা মহাত্মা গান্ধির মূর্তির সামনে বলছি।’ দাবি করেন অভিনেতা থেকে নেতা হওয়া কমল হাসান।

‘এদিকে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী গডসে’ এই মন্তব্য করে বিপাকে অভিনেতা কমল হাসান। হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন এই অভিযােগ উঠে তাঁর বিরুদ্ধে। তাই মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মাক্কাল নিধি মইয়াম দলের নেতার বিরুদ্ধে ফৌজদারি ধারায় অভিযােগ দায়ের করা হয়।

দক্ষিণী সুপারস্টারের মন্তব্যের বিরােধিতা করে অভিনেতা বিৰ্কে ওবেরয়ও। জানান, সিনেমা ও সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। টুইটে বিবেক লেখেন, ‘আপনি অনেক উঁচু মানের শিল্পী। শিল্প ও কলার যেমন ধর্ম হয় না, তেমন সন্ত্রাসেরও হয় না। আপনি বলছেন গডসে জঙ্গি ছিল। তাহলে কেন হিন্দু শব্দের প্রয়ােগ করলেন? আপনি মুসলিম অধ্যুষিত এলাকায় ভােট চাইতে গিয়েছে বলে এমনটা বলেননি তাে?’