ভিসা সমস্যায় পিছিয়ে গেল পাক ফুটবল দলের ভারতে আগমন।

ভারত:- পাকিস্তান ফুটবল দলকে নিয়ে যেন সমস্যা মিটেও মিটছে না। এবার যুক্ত হল ভিসা সমস্যা। যার জন্য পিছিয়ে গেল পাকিস্তান ফুটবল দলের ভারতে আগমন। রবিবার রাতের মধ্যেই মুম্বই হয়ে বেঙ্গালুরু পৌঁছে যাওয়ার কথা পাকিস্তান ফুটবল দলের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের আগে বেঙ্গালুরু পৌঁছানো সম্ভব হবে না পাকিস্তান দলের। সাফ কাপ খেলার আগে মরিশাসে একটি প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে গিয়েছে পাকিস্তান ফুটবল দল। রবিবার সকালে সেখান থেকে মুম্বইয়ের বিমান ধরার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু সপ্তাহ শেষে বন্ধ ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। এই কারণে রবিবার বিমান ধরতে পারেনি পাক দল। শুক্রবারই পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় ফুটবল দলকে ভারতে আসার সবুজ সংকেত দেওয়া হয়। আগামী ২১ জুন সাফ কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হবে। কান্তিরাভা স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। কারণ দীর্ঘদিন পর আবার ভারত পাকিস্তানের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। অবশেষে সব জটিলতার অবসান হয়েছিল, কিন্তু ভিসা জট নতুন করে সমস্যার সৃষ্টি করল।