অতিরিক্ত কেবিন লাগেজের জন্য ভাড়া চাইতেই ধুন্ধুমার! শ্রীনগর বিমানবন্দরে স্পাইসজেটের চার কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক সেনা আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, কেবিন ব্যাগের অতিরিক্ত ওজনের জন্য ভাড়া চাওয়ায় রেগে গিয়ে ওই যাত্রী স্পাইসজেট কর্মীদের উপর চড়াও হন। ফলে গুরুতর জখম হন চারজন কর্মী, তাঁদের মধ্যে একজন সংজ্ঞাহীন হয়ে পড়েন।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। স্পাইসজেট জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই, শ্রীনগর থেকে দিল্লিগামী একটি বিমানের বোর্ডিং প্রক্রিয়ার সময়। সংস্থার তরফে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত সেনা আধিকারিকের কেবিন লাগেজের ওজন ছিল প্রায় ১৬ কেজি, যেখানে বিমানে বিনামূল্যে কেবিন ব্যাগের সর্বোচ্চ সীমা ৭ কেজি।
নির্ধারিত নিয়ম মেনে এক কর্মী যখন অতিরিক্ত ভাড়ার কথা বলেন, তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যাত্রী। শুরু হয় কথা কাটাকাটি, যার পরই আচমকা শুরু হয় হাতাহাতি। স্পাইসজেটের দাবি, ওই সেনা আধিকারিক কোনও প্ররোচনা ছাড়াই চার কর্মীকে লাথি-ঘুষি মারতে থাকেন। এক কর্মীর শিরদাঁড়া ভেঙে যায়, অপরজনের থুতনিতে মারাত্মক চোট লাগে। এমনকি এক পর্যায়ে এক জন সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন সিআইএসএফ আধিকারিকরা। অভিযুক্ত যাত্রীকে বোর্ডিং গেট থেকে ফেরত পাঠানো হয়।
ঘটনার পর স্পাইসজেট কর্তৃপক্ষ শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্ত সেনা আধিকারিককে ‘নো-ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে অসামরিক বিমান মন্ত্রকের কাছেও হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। বিমান সংস্থার তরফে অভিযুক্ত সেনা আধিকারিকের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।