প্রায় ১৭ হাজার কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ারের একজিকিউটিভ ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার অশোককুমার পালকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে বহু দিন ধরেই আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে। এসবিআই-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক অভিযোগ করেছে, অনিলের মালিকানাধীন বিভিন্ন সংস্থা বিপুল ঋণ নিয়ে তা পরিশোধ না করেই অন্যত্র অর্থ সরিয়ে ফেলে। এরপর শুরু হয় সিবিআই ও ইডি-র পৃথক তদন্ত।
ইডি সূত্রে খবর, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার একটি সন্দেহজনক ঋণ লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন অনিল ঘনিষ্ঠ অশোক পাল। সেই অর্থ একাধিক সংস্থার মধ্যে ঘুরিয়ে বেআইনি উপায়ে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
ইতিমধ্যে এই মামলায় একাধিকবার ইডি-র জেরার মুখোমুখি হতে হয়েছে অনিল আম্বানিকেও। দিল্লিতে ইডির দপ্তরে তাঁকে হাজিরা দিতে হয়েছে। গত ২৪ জুলাই অনিলের সংস্থাগুলির একাধিক দপ্তরে তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ওই সময়ে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ মঞ্জুরের ক্ষেত্রে একাধিক নিয়ম লঙ্ঘন করেছিল। সংশ্লিষ্ট ঋণ প্রক্রিয়ায় ঘুষ লেনদেনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।
অশোককুমার পালকে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে ইডি। এফআইআর ও প্রাথমিক চার্জশিটে অশোক পাল-সহ একাধিক ঊর্ধ্বতন আধিকারিকের নাম রয়েছে বলে সূত্রের খবর।