তেলেঙ্গানার সুড়ঙ্গে আরও ১ মৃতদেহের হদিশ মিলল

প্রতিনিধিত্বমূলক চিত্র

তেলেঙ্গানার সুড়ঙ্গের ভেতর আরও একটি মৃতদেহ খুঁজে পেল উদ্ধারকারী দল। মঙ্গলবার ভোরে তেলেঙ্গানার নগরকুর্ণুলের এসএলবিসি সুড়ঙ্গের ভিতরে আরেকটি মৃতদেহের হদিশ মেলে। খননকাজ চালানোর জন্য ব্যবহৃত একটি ছোট যন্ত্রের সাহায্যে যখন সুড়ঙ্গের মধ্যে খোঁড়ার কাজ চলছিল, সেই সময় কনভেয়র বেল্ট থেকে প্রায় ৫০ মিটার দূরে মৃতদেহটি নজরে আসে উদ্ধারকারী দলের।  মৃতদেহটি পুনরুদ্ধারের জন্য কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। 
 
তেলেঙ্গানার সুড়ঙ্গ বিপর্যেয়ের ঘটনায় এই নিয়ে উদ্ধার হওয়া মোট মৃতদেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’টিতে। কর্মকর্তারা জানিয়েছেন যে, মৃতদেহ শনাক্ত করতে কিছুটা সময় লাগতে পারে। অন্য ৬ জন নিখোঁজ শ্রমিকের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গুরপ্রীত সিং-এর দেহ উদ্ধার করা হয় ৯ই মার্চ। পাঞ্জাবে তাঁর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। 
 
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তেলেঙ্গানার নগরকুর্ণুল জেলার শ্রীশৈলম বাম তীর খাল তথা এসএলবিসি সুড়ঙ্গের একাংশে ধস নামে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। আটকে পড়া কর্মীদের সংখ্যা ছিল ৮। এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা এবং বিশেষজ্ঞ শ্রমিক-সহ ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নামেন। উদ্ধার অভিযানে একাধিক সংস্থার সাহায্যও নেওয়া হয়। তবে এখনও সকলের খোঁজ মেলেনি। গত ৯ মার্চ, ঘটনার ১৬ দিনের মাথায় প্রথম শ্রমিকের খোঁজ পাওয়া যায়। 

ক্রমাগত প্রচেষ্টা চালানো সত্ত্বেও, সুড়ঙ্গের ভিতরের ধ্বংসাবশেষ, জল জমে যাওয়া এবং সুড়ঙ্গের মধ্যে বাতাস চলাচলের অপ্রতুলতার কারণে উদ্ধার অভিযান বার বার বাধা পায়। পরবর্তীকালে, সুড়ঙ্গের ভিতরে কোনও মানুষের উপস্থিতি রয়েছে কিনা তা শনাক্ত করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মোতায়েন করা হয়। এছাড়াও উদ্ধারকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রোবোটিক সাহায্যও নেওয়া হয়।   
সুড়ঙ্গের ভিতরে কোথাও মানুষের অস্তিত্ব রয়েছে কি না, তা খুঁজে বার করতে বিশেষ পারদর্শী সারমেয়দলকে কাজে লাগানো হয়েছে। গুরপ্রীত সিংহ নামে ওই শ্রমিকের বাড়ি পঞ্জাবে। সুড়ঙ্গ থেকে দেহ বার করে এনে তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়।