যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতায় জরুরি অবতরণ করল স্পাইস জেটের একটি বিমান। রবিবার রাতে মুম্বই থেকে কলকাতাই আসছিল বিমানটি। একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। সোমবার বেসরকারি ওই বিমান সংস্থা জানিয়েছে, সমস্ত যাত্রী ও ক্রু মেম্বাররা সুস্থ রয়েছেন।
স্পাইস জেটের মুখপাত্র জানিয়েছেন, ‘৯ নভেম্বর স্পাইস জেটের ফ্লাইট এসজি৬৭০ মুম্বই থেকে কলকাতার আসার পথে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। নিরাপদেই বিমানটি অবতরণ করে। এরপর স্বাভাবিক প্রক্রিয়াতেই সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের বের করে আনা হয়। রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ ফুল ইমারজেন্সি তুলে নেওয়া হয়।’
এদিকে বিমানটি অবতরণের সময় রানওয়ের পাশে ফায়ার টেন্ডার, অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম মজুত রাখা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, পাইলটের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলেই কোনও বিপত্তি ঘটেনি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর স্পাইস জেটের কিউ৪০০ বিমানটি গুজরাতের কান্ডলা বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার সময় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেবারও কোনও যাত্রী বা ক্রু সদস্য আঘাত পাননি।
প্রসঙ্গত, এপ্রিল-জুন ত্রৈমাসিকেও লাভের মুখ দেখতে পারেনি স্পাইস জেট। সংস্থার মোট ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩৪ কোটি টাকা। এছাড়া পাকিস্তানের সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিধিনিষেধের কারণে গত বছরের তুললায় এবছর ফ্লাইট পরিচালনা থেকে স্পাইস জেটের রাজস্ব ৩৬ শতাংশ কমেছে।