নীতীশের নতুন মন্ত্রীরা সবাই বিজেপির

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। ফাইল চিত্র

চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভার ভোট। তার ৯ মাস আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ করল বিজেপি শরিক নীতীশের জেডিইউ সরকার। বিহারে মন্ত্রিসভার সম্প্রসারণের এগিয়ে বুধবার বিকেলে আরও সাত জন মন্ত্রী শপথ নিলেন পাটনায়। বিজেপির সাত মন্ত্রীকে যুক্ত করা হল শাসকদলের মন্ত্রিসভায়।

কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় নীতীশের দল জেডিইউর কোনও নতুন মুখ নেই। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা পর এই সিদ্ধান্ত। তবে শুধু নতুন মুখ নেওয়াই নয়, দু-তিনজন মন্ত্রীকে বাদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে নীতীশ সরকারের। বর্তমানে পাটনা মন্ত্রিসভা ৩০ সদস্যের।