হোটেল কর্মীর সতর্কতায় প্রাণে বাঁচলেও ধসে আটকে আলিপুরদুয়ারের পরিবার

প্রতিনিধিত্বমূলক চিত্র

পহেলগামে জঙ্গি হামলার সময় আলিপুরদুয়ারের এক পরিবারের ত্রাতা হয়ে ওঠেন হোটেল কর্মী। তাঁর জন্য প্রাণে বেঁচে যান তাঁরা। কিন্তু সেই পরিবার এখন উপত্যকায় ধসের জেরে আটকে পড়েছেন।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বাসিন্দা তন্ময় স্ত্রীকে নিয়ে বৈসরণের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের বাবা-মা। মঙ্গলবার বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার সময় ওই পরিবারকে বাইরে বেরোতে নিষেধ করে দেন হোটেলের কর্মী। কার্যত সে দিন হোটেল বন্দি হয়েই তাঁদের রাত কাটে। পরের দিন শ্রীনগরে ফিরে আসেন তাঁরা। কিন্তু একরাশ আতঙ্ক নিয়েও এখনও বাড়ি ফিরতে পারেননি তাঁরা। রাস্তায় ধস নামায় তাঁদের ফিরে আসাটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘুরপথে জম্মু হয়ে দিল্লি থেকে ফেরার ট্রেন ধরতে হবে তাঁদের। তাঁরা না ফেরা পর্যন্ত চিন্তায় রয়েছেন তাঁদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।

এদিকে তন্ময় বলেন, শ্রীনগর ফেরার সময় সকলেই তাঁদের সহযোগিতা করেছেন। তবে নিরাপদেই পৌঁছেছেন। কিন্তু রাস্তায় ধস এখন তাঁদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।