বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বৃহস্পতিবার বেলা ১১টায় বারামতীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে পাওয়ারের। সূত্রের খবর, শেষকৃত্যে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার বারামতীতেই শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এ দিন তাঁর কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় কাটেওয়াড়ির বাড়িতে। এর পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিদ্যা প্রতিষ্ঠান মাঠে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাবেন সমর্থকেরা।