দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। রবিবার সকালে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান ককপিটের বিমানকর্মীরা। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন পাইলট। মাঝআকাশেই ওই ইঞ্জিনটি বন্ধ করে বিমানটি দিল্লি বিমানবন্দরে ফেরত নিয়ে আসেন তিনি।
ঘটনাটি ঘটে এআই-২৯১৩ বিমানে। রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। তবে উড়ান শুরুর পরেই ডান দিকের ইঞ্জিনে আগুন দেখা যায়। বিমানে থাকা অন্যান্য ইঞ্জিন সচল থাকায়, পাইলটের নিয়ন্ত্রণে বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে ফিরে আসে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। একটির ত্রুটির ক্ষেত্রে অন্যটি নির্ভরযোগ্যভাবে কাজ করলেই বিমানটিকে নিরাপদে ফেরানো সম্ভব হয়। তবে মাঝআকাশে ইঞ্জিনে আগুন লাগা অত্যন্ত গুরুতর একটি ঘটনা। দ্বিতীয় ইঞ্জিনে সামান্যতম সমস্যাও ঘটলে বড় দুর্ঘটনা হতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঘটনার পর বিমানটিকে পরীক্ষা করা হয়। ঠিক কী কারণে ইঞ্জিনে আগুন ধরল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। যাত্রীদের ইন্দোরে পৌঁছে দিতে ইতিমধ্যেই বিকল্প বিমানের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া। পাশাপাশি যাত্রীদের এই দুর্ভোগের জন্য সংস্থার তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন নতুন নয়। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি বিমান ওড়ার পরপরই ভেঙে পড়ে। ওই ঘটনায় প্রায় প্রচুর যাত্রীর মৃত্যু হয়। তার পর থেকেই সংস্থার পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। রবিবারের ঘটনাটি ফের একবার এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।