কোভিড টিকা নিয়ে তরুণদের আকস্মিক মৃত্যু ঘিরে যে বিতর্ক গত কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছে, তা কার্যত খারিজ করে দিল দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস। দিল্লির এইমসের এক বছরের দীর্ঘ ও বিশদ গবেষণায় স্পষ্ট জানানো হয়েছে, কোভিড–১৯ টিকা সম্পূর্ণ নিরাপদ এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সি তরুণদের হঠাৎ মৃত্যুর সঙ্গে টিকার কোনও বৈজ্ঞানিক যোগ নেই।
রবিবার প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে যেসব আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তার সঙ্গে কোভিড টিকাকরণের কোনও পরিসংখ্যানগত সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ পরিচালিত চিকিৎসাবিজ্ঞান বিষয়ক পত্রিকায়। এক বছরের পর্যবেক্ষণমূলক এই সমীক্ষায় ভারতের একটি তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্রে ঘটে যাওয়া তরুণদের আকস্মিক মৃত্যুর ঘটনাগুলি বিশ্লেষণ করা হয়েছে।
এইমস সূত্রে জানা গিয়েছে, গবেষণার সময় প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একাধিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ভার্বাল অটোপসি করা হয়েছে। পাশাপাশি করা হয়েছে পোস্ট-মর্টেম ইমেজিং, প্রচলিত ময়নাতদন্ত এবং বিস্তারিত হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা। এই সব তথ্য বিশ্লেষণ করেই গবেষকরা এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।
গবেষণার মূল পর্যবেক্ষণে বলা হয়েছে, টিকা নেওয়া ও না নেওয়া— এই দুই ধরনের তরুণদের মধ্যেই আকস্মিক মৃত্যুর হার প্রায় একই রকম। ফলে কোভিড টিকাকরণকে এই মৃত্যুর জন্য দায়ী করার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি। গবেষণায় আরও উঠে এসেছে, অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর কারণ ছিল পূর্বপরিচিত বা আগে ধরা না পড়া শারীরিক সমস্যা। তার মধ্যে হৃদ্রোগজনিত অসুখই ছিল প্রধান কারণ। কিছু ক্ষেত্রে শ্বাসযন্ত্রের রোগ এবং অন্যান্য শারীরিক জটিলতাও চিহ্নিত হয়েছে।
এইমসের গবেষকরা জানিয়েছেন, তরুণ ও অপেক্ষাকৃত বেশি বয়সিদের মধ্যে কোভিড সংক্রমণের ইতিহাস এবং টিকাকরণের হার প্রায় একইরকম। তবুও আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে টিকার কোনও সরাসরি বা পরোক্ষ ভূমিকার প্রমাণ মেলেনি। তাঁদের মতে, এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক স্তরে হওয়া একাধিক বৈজ্ঞানিক গবেষণার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
দিল্লির এইমস-এর অধ্যাপক ডা. সুধীর আরাভা জানিয়েছেন, এমন এক সময়ে এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন সামাজিক মাধ্যমে কোভিড টিকা নিয়ে নানা ভ্রান্ত ও ভিত্তিহীন দাবি ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, ‘এই গবেষণার ফল স্পষ্ট ভাবে দেখাচ্ছে, কোভিড টিকার সঙ্গে তরুণদের আকস্মিক মৃত্যুর কোনও যোগ নেই। জনস্বাস্থ্যের প্রশ্নে আবেগ বা গুজব নয়, প্রমাণভিত্তিক গবেষণার উপরেই ভরসা করা উচিত।’
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরুণদের আকস্মিক মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এর নেপথ্যে থাকে অজানা হৃদ্রোগ বা দীর্ঘদিনের অবহেলিত শারীরিক সমস্যা। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুস্থ জীবনযাপন এবং সামান্য উপসর্গকেও গুরুত্ব দেওয়ার উপর জোর দিচ্ছেন তাঁরা।
এইমসের গবেষণা ফের একবার বার্তা দিল, কোভিড টিকা নিয়ে ভয় বা ভ্রান্ত ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং জনস্বার্থে এই টিকাকরণ কর্মসূচি যে নিরাপদ ও কার্যকর, তা আবারও প্রমাণিত হল।