ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। ৬ ও ১১ নভেম্বর দু’দফায় বিধানসভা ভোট হবে বিহারে। নির্বাচনের আগে বিজেপি শিবিরে বড় ধাক্কা! দলবিরোধী কাজের অভিযোগে কহলগাঁও-এর বিধায়ক পবন যাদব-সহ ছয়জন নেতাকে বহিষ্কার করল বিহার বিজেপি।
রবিবার রাতে বিজেপি-র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে বলা হয়েছে, এই ছয়জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, ‘বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে এই ছয় নেতার বিরুদ্ধে। তাঁরা দলবিরোধী কাজ করছিলেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, কহলগাঁও বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক পবন যাদবকে এবার প্রার্থী করেনি বিজেপি। তাই তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ছেন। পবন যাদবকে ছাড়াও দল থেকে ছেঁটে ফেলা হয়েছে সানি যাদব, শ্রবণ কুশওয়াহা, উত্তম চৌধুরী, মারুতি নন্দন, পবন চৌধুরীকে।
এদিকে, বিজেপির জোটসঙ্গী জেডিইউ শিবিরেও একই ছবি দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জেডিইউ দল থেকে বহিষ্কার করেছেন ১১ জন নেতাকে। এদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নীতীশের আদর্শকে অমান্য করেছিলেন ওই ১১ জন। বিজেপিও সেই ‘নো টলারেন্স’ নীতিতেই ছাঁটল ৬জন নেতাকে।