ধর্ষণের পর ছুঁড়ে মারল শিশুকে, পুলিশের গুলিতে আহত ২ অভিযুক্ত

প্রতীকী চিত্র

৬ বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য তিনতলার ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ উঠল দুই তরুণের বিরুদ্ধে। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য তাদের ধরতে গেলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপর পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয় দুই অভিযুক্ত।

২ জানুয়ারি ঘটনাটি ঘটেছে লখনউয়ের বুলন্দশহরের সিকন্দরাবাদ এলাকায়। শিশুটির বাবার অভিযোগ, তাঁদের বাড়িতেই ভাড়াটিয়া হিসেবে থাকা রাজু এবং বীরু কাশ্যপ এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। শিশুটি ছাদে খেলছিল, সেই সময় অভিযুক্তরা তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় এবং পরে পেছনের মাঠে ছুড়ে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বুঝে বুলন্দশহরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দ্রুত তিনটি দল গঠন করেন।

শনিবার সকালে পুলিশ খবর পায় যে, অভিযুক্তরা একটি নির্মীয়মাণ কলোনিতে লুকিয়ে রয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেললে অভিযুক্তরা গুলি চালাতে শুরু করে। পুলিশ পালটা গুলি চালালে রাজু ও বীরু দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক জেরায় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।