দিল্লি বিস্ফোরণের পর এবার বোমাতঙ্ক দেশের অন্যতম বিমানবন্দরগুলিতে

প্রতীকী চিত্র

দিল্লি বিস্ফোরণের পরেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। খবর ছড়িয়ে পড়ে যে, বুধবার বারাণসীগামী বিমানে বোমা রাখা হয়েছে। এরপর দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই এবং তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে খবর আসে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরগুলিতে।

দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডের পর সারা দেশ জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও জোরালো করা হয়েছে স্টেশন, বিমানবন্দরের মত জনবহুল এলাকাগুলিতে। এর মধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে ছড়িয়ে পড়েছে বোমাতঙ্ক।

 বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমা রাখা আছে সেই খবর ছড়ানোর পর বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটিকে ব্যাপারটি জানানো হয়। জানা গিয়েছে যাত্রীরা নিরাপদে বারাণসী পৌঁছে গিয়েছেন। ওই বিমানে তল্লাশি চালিয়ে কোনো বোমা পাওয়া যায়নি।


এই ঘটনার পর ইন্ডিগো নামের বিমানসংস্থা জানায় যে, তারা পাঁচটি বিমানবন্দরে বোমা রাখা রয়েছে বলে বার্তা পেয়েছে। দেশের অন্যতম প্রধান বিমানবন্দরগুলিতে বোমা রাখার হুমকি দেওয়া হয়। তবে এই হুমকি ইমেইলের মাধ্যমে নয়, আসে ডিজিটাল মাধ্যমে। তবে কোনো বিমানবন্দরেই বোমা পাওয়া গিয়েছে বলে জানা যায়নি।