জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মেরুদণ্ড ভাঙার কৌশল প্রশাসনের

উপত্যকায় ‘অপারেশন মহাদেব’ চালিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। আবার অর্থনৈতিক উৎসও বন্ধ করে দিচ্ছে প্রশাসন। শনিবার শ্রীনগরের এইচএমটি এলাকায় রোজ অ্যাভিনিউয়ে সাজাদ আহমেদ শেখ ওরফে সাজাদ গুলের পরিবারের তিনতলা একটি বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। উদ্দেশ্য, জঙ্গিদের আর্থিকভাবে কমজোরি করে দেওয়া।

জানা গিয়েছে, খাতায়-কলমে বাড়িটি সাজাদ গুলের পিতা গুলাম মহম্মদ শেখের নামে থাকলেও তদন্তে উঠে এসেছে যে, সাজাদ গুল সক্রিয় জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত। তদন্ত সূত্রে জানা গিয়েছে, সাজাদ গুল এই সম্পত্তি সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করত।

প্রশাসন সূত্রে খবর, বাজেয়াপ্ত জায়গার মোট আয়তন ২৭২.২৫ বর্গফুট। পরিমপোরা থানায় ইউএপিএ-এর ২৫ নং ধারায় মামলা দায়ের ছিল, যার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, সাজাদ গুল অনলাইন নেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ভারত-বিরোধী প্রচার চালাত। এছাড়া সহিংসতা উসকে দেওয়ার পাশাপাশি সন্ত্রাসবাদকে আর্থিক ও লজিস্টিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

জম্মু ও কাশ্মীর পুলিশ এই পদক্ষেপকে সন্ত্রাসবাদে অর্থসংস্থান ও স্থানীয় সমর্থন বন্ধ করার ক্ষেত্রে বড় একটি জয় হিসেবে উল্লেখ করেছে। পুলিশ সূত্রের মতে, সাজাদ গুলের মতো ব্যক্তিদের অর্থনৈতিক ঘাঁটি ভাঙা হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান আরও শক্তিশালী হবে এবং উপত্যকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সহায়ক হবে।