মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলায় মৃতদের তালিকায় ২৭ জন পর্যটকের পাশাপাশি এমন এক ব্যক্তিও রয়েছেন যাঁর মৃত্যুতে শোকের পাশাপাশি গর্বিত গোটা কাশ্মীর। যিনি পর্যটকদের বাঁচাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন জঙ্গিদের বন্দুকের সামনে। তিনি সইদ আদিল হুসেন শাহ। কাশ্মীরের বাসিন্দা আদিলের জীবিকা ছিল পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ানো। এতেই চলত তাঁর সংসার। এদিন যখন পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা।
আদিল দেখতে পান জঙ্গিরা একের পর পর্যটকদের দিকে গুলি ছুঁড়ছে। সেই মুহূর্তে কিছু না ভেবেই ছুটে গিয়ে এক জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাতের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেন আদিল। কিন্তু জঙ্গিদের পৈশাচিক তাণ্ডবের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। জঙ্গিদের এ-কে ৪৭ থেকে চালানো গুলি তাঁর শরীর এফোঁড়-ওফোঁড় করে দেয়। খবর অনুসারে, মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ঘুরছিলেন পর্যটকেরা। তখনই আচমকা হামলা করে জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় সেনার পোশাকে আসা জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে।