অধীরের ক্ষোভ 

কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। (File Photo: IANS)

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই রাজ্য মন্ত্রিসভার দুই হেভিওয়েট মন্ত্রী, এক বিধায়ক ও এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। এই গ্রেফতারিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। 

করােনা আহাওয়া চলছে। হঠাৎ করে সিবিআইয়ের অতিসক্রিয়তা নেপথ্যে কি রয়েছে তা বলার অবকাশ থাকে না। 

এদিকে ২০১৭ সালে যিনি এই মামলা করেছিলেন কংগ্রেস নেতা তথা অমিতাভ চত্রবর্তী বলেন, যদি রাজ্যসরকার ঠিক মতাে তদন্ত করতাে তাহলে আদালতের কাছে সিবিআই তদন্তের দরকার হতাে না। অবাক হয়ে দেখলাম কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। 


সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখল। একজন আবেদনকারী হিসাবে সঠিক বিচার আশা করি। যাদের নাম এফআইআরএ আছে তাদের বিরুদ্ধে চার্জশিট দিক সিবিআই। আমি জনস্বার্থ মামলা করেছিলাম নারদ কাণ্ডের প্রকৃত তদন্ত চেয়ে।