নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য বিজয়ের

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে করলেন তামিলাগা ভেটরি কাজাগমর প্রতিষ্ঠাতা তথা অভিনেতা বিজয়। টিভিকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর ৫ জেলার ৩৮টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। এর আগে তামিলনাড়ু সরকার নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে।

গত ২৭ সেপ্টেম্বর মাসে করুরে বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র সমাবেশে প্রায় ৩০ হাজার সমর্থক জড় হয়েছিলেন। সেখানেই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনার জেরে ৪১ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন ৬০ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল তামিলনাড়ুর রাজনীতি। টিভিকে ও বিজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার নিহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা তুলে দিলেন বিজয়।