পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ, নিহত অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশি

মাত্র একটি অনুরোধ – ‘গাড়িটা একটু সরিয়ে দিন দরজার সামনে থেকে’। আর এই অনুরোধই মর্মান্তিক পরিণতি ডেকে আনল। দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিং নিয়ে সংঘর্ষে নিহত হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই, ৪২ বছরের আসিফ কুরেশি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে স্কুটার পার্কিং করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় আসিফকে। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও।

নিহতের স্ত্রী শাহিন কুরেশি বলেন, ‘রাত সাড়ে ন’টা থেকে দশটার মধ্যে আমাদের বাড়ির একেবারে সামনে স্কুটার পার্ক করেন এক প্রতিবেশী। আমার স্বামী তাঁকে অনুরোধ করেন যাতে গাড়িটি একটু সরিয়ে নেওয়া হয়। এতে প্রবেশপথটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। প্রতিবেশী তৎক্ষণাৎ গালিগালাজ শুরু করেন ও হুমকি দেন ফিরে এসে দেখে নেবেন।’ শাহিনের দাবি, কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তি তাঁর ভাইকে সঙ্গে নিয়ে ফিরে আসেন এবং দু’জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন আসিফকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হুমা কুরেশির বাবা সেলিম কুরেশি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘শুধু একটি গাড়ি সরানোর কথা বলেছিল আসিফ। ওরা দু’জন মিলে ওকে খুন করল।’ নিহত আসিফ কুরেশি পেশায় মুরগির ব্যবসায়ী ছিলেন। তাঁর দুই স্ত্রী রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা এর আগেও আসিফকে হত্যার চেষ্টা করেছিল বলেও অভিযোগ রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দিল্লির নাগরিক নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।