রাজস্থানের জয়পুর–বিকানের জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে রাজস্থানের জয়পুর–বিকানের জাতীয় সড়কে। ঘটনায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত প্রায় ১১টায় শিকার জেলার ফতেপুরের কাছে একটি স্লিপার বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যাঁরা গুজরাটের ভালসাদ এলাকার বাসিন্দা। তাঁরা বৈষ্ণোদেবী দর্শন শেষে খাটুশ্যামজির মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। জানা গিয়েছে, ট্রাকটি ঝুনঝুনু থেকে বিকানেরের দিকে আসছিল বলে।

দুর্ঘটনার জোরাল শব্দে স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। ফতেপুর থানার পুলিশ এসে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে সংঘর্ষ ঘটেছে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।