২৫ বছর শেষ হলেই আবু সালেমকে ছেড়ে দিতে হবে সুপ্রিম কোর্ট

মুম্বাই বিস্ফোরণে দোষী আবু সালেম বিষয়ে প্রতিশ্রুতি রাখতে হবে কেন্দ্রকে। সাফ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। পর্তুগালকে দেওয়া প্রতিশ্রুতি মত ২৫ বছরের সাজা শেষ হলেই আবু সালেমকে ছেড়ে দিতে হবে।

সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণে দোষী সারাস্ত হন গ্যাংস্টার আবু সালেম। সালেম দোষী সাব্যস্ত হওয়ার পর পর্তুগালের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে ভারত।

শেষে ২০০৫ সালের ১১ নভেম্বর তাঁকে পর্তুগাল থেকে ভারতে নিয়ে আসা হয়। তখনই কেন্দ্রীয় সরকার পর্তুগালকে আশ্বাস দেয় ২৫ বছরের বেশি সাজা হবে না তাঁর। সে কথা মনে করিয়ে দিয়েছেন সালেম।


২০৩০ সালে তাঁর সাজার মেয়াদ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কৌল এবং এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে , ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানের ৭২ নম্বর ধারা মেনে চলার পরামর্শ দিতে বাধা কেন্দ্রীয় সরকার।

বেঞ্চের কথায় , ‘২৫ বছরের সাজা শেষের এক মাসের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে। এমনকি , ভারতীয় দণ্ডবিধি মেনে কেন্দ্র চাইলে ওই এক মাস সময় মকুবও করতে পারে। সালেমের ২৫ বছর সাজার শেষ মাসেই সব নথি জমা করতে পারে।

‘ ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি আবু সালেমকে অন্য একটি মামলায় যাবজ্জীবন দেয় বিশেষ টাডা আদালত। ১৯৯৫ সালে মুম্বইয়ের নির্মাণ ব্যবসায়ী প্রদীপ জৈন এবং তাঁর চালক মেহেদি হাসানকে খুনের দায়ে সাজা হয় তাঁর।