নৈশভোজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণ গ্রহণ করে ডায়মন্ডহারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ওই নৈশভোজে যোগ দেন। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুষ্ঠিত নৈশভোজে অভিষেক ছাড়াও ছিলেন সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যেরা। অপারেশন সিঁদুর এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য এই সাতটি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রতিনিধিদলগুলির বৈঠকে অংশ নেন। এই বৈঠক থেকে প্রতিনিধি দলগুলির সদস্যদের থেকে পাওয়া তথ্য নিয়ে বুধবার ক্যাবিনেট মিটিং করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লিতে নৈশভোজে অভিষেক

প্রতিনিধিত্বমূলক চিত্র