দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনার মাঝপথে মুখ খুললেন লোকপাল বিল আন্দোলনের প্রধান নেতা ও সমাজ কর্মী আন্না হাজারে। যখন ভোট গণনা চলছে এবং বিজেপি দিল্লিতে সরকার গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন নাম না করে আপ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তোপ দাগলেন সমাজ কর্মী আন্না হাজারে। তিনি মদ ও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার আপ-এর তীব্র সমালোচনা করেছেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আন্না হাজারে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীর অবশ্যই চরিত্র, ভাল ধারণা থাকতে হবে এবং ভাবমূর্তিতে কোনও দাগ থাকলে হবে না। কিন্তু তাঁরা (আপ) তা পারেনি। তাঁরা মদ ও অর্থের সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁর (অরবিন্দ কেজরিওয়াল) ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই তাঁরা নির্বাচনে কম ভোট পাচ্ছেন।’
আন্না হাজারে আরও বলেন, মানুষ দেখেছে যে, ‘তিনি (অরবিন্দ কেজরিওয়াল) চরিত্র নিয়ে কথা বলেন, কিন্তু নিজে মদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। রাজনীতিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। একজনকে প্রমাণ করতে হবে যে তিনি দোষী নন। সত্য চিরকাল সত্যই থাকবে। যখন একটি সভা হয়েছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি দলের রাজনীতির হব না-এবং আমি সেই দিন থেকে দূরে রয়েছি… ‘