কর্মীদের ভাতা হ্রাসের সিদ্ধান্তের বিরােধিতায় প্রতিবাদে সামিল এএআই এমপ্লয়িজ জয়েন্ট ফোরাম 

প্রতীকী ছবি (File Photo: iStock)

দেশের সর্বত্র কর্মীদের ভাতা হ্রাস করার আভাস পেয়ে এয়ারপাের্ট অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজ জয়েন্ট ফোরাম অ্যাসােসিয়েশন ও ইউনিয়নগুলাে আজ দেশের সর্বত্র প্রতিবাদ কর্মসূচী পালন করল। 

ফোরামের তরফে এএআই ম্যানেজমেন্টকে নােটিশ পাঠিয়ে জানিয়েছে, কর্মীদের ভাতা হ্রাস সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ৭ জুলাই নির্ধারিত বাের্ড মিটিং বাতিল করা না হলে কর্মী ইউনিয়নগুলাে মধ্যাহ্নভােজের সময় বিক্ষোভ দেখাবেন। 

এয়ারপাের্টস অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বলরাজ সিং আহলাওয়াত বলেন, ৭ জুলাই বাের্ড মিটিং বাতিল করা না হলে কর্মী ইউনিয়নগুলাে মধ্যাহ্নভােজের সময় বিক্ষোভ দেখাবেন। অ্যাসােসিয়েশন ও ইউনিয়নগুলাের আওতায় ১৭,০০০ কর্মী রয়েছেন। 


এএআইয়ের এইচআর বিভাগের জেনারেল ম্যানেজার বলেছেন, জয়েন্ট ফোরাম নেতৃত্ব লাঞ্চ আওয়ারে বিক্ষোভ দেখাবে বলে এএআই ম্যানেজমেন্টকে নােটিশ পাঠিয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা। কর্মীদের দাবি দাওয়া বিবেচনাধীন পর্যায়ে রয়েছে।