বৈসরন উপত্যকায় চলবে রোপওয়ে

Photo : Gemini AI

পহেলগামের বৈসরন উপত্যকায় এ বার চালু হবে রোপওয়ে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) থেকে রোপওয়ের কাজের জন্য অনুমতি পেয়েছে জন্মু ও কাশ্মীর সরকার। বহুদিন থেকেই বৈসরনে রোপওয়ে চালু করতেই উদ্যোগী হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। জানা গিয়েছে, দেড় কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে রুট। প্রকল্পের দায়িত্বে দেওয়া হয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন’কে। বরাত পেলেও এতদিন কাজ শুরু করতে পারেনি ওই সংস্থা। পহেলগামে জঙ্গিহানার পর তদন্ত চালাচ্ছে এনআইএ। সেখানে রোপওয়ের কাজ শুরু হবে কিনা তা নিয়ে এনআইএ-র থেকে জানতে চেয়েছিল জম্মু ও কাশ্মীর সরকার। এনআইএ জানিয়েছে তাঁদের কোনও আপত্তি নেই। যাত্রীনিবাস থেকে বৈসরন পর্যন্ত প্রায় ৯ হেক্টর জমিতে তৈরি হচ্ছে রোপওয়ে।