ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ বা কোটি কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী দেশে ঢুকে পড়েছে— দীর্ঘদিন ধরে বিজেপির প্রচার করা এই রাজনৈতিক দাবিকে কার্যত খারিজ করে দিল কেন্দ্রীয় সরকারেরই পেশ করা সরকারি পরিসংখ্যান। সংসদে জমা দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ১১ বছরে বাংলাদেশ সীমান্তে মোট আটক হয়েছেন ১৯ হাজারেরও কম মানুষ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য বলছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত–বাংলাদেশ সীমান্তে মোট ১৮,৮৫১ জনকে আটক করা হয়েছে। চলতি বছরেও এই সংখ্যা কয়েক হাজারের মধ্যেই সীমাবদ্ধ। সরকারি হিসাব অনুযায়ী, এই পরিসংখ্যান কোনও ভাবেই ‘লক্ষ লক্ষ’ বা ‘কোটি রোহিঙ্গা’ অনুপ্রবেশের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক বছরগুলিতে বারবার দাবি করা হয়েছে, বাংলাদেশ ও মায়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা ভারতে ঢুকে পড়েছে। কিন্তু সংসদে পেশ করা সরকারি নথি সেই দাবিকে বাস্তবসম্মত নয় বলেই ইঙ্গিত দিচ্ছে।
সীমান্তভিত্তিক তুলনামূলক পরিসংখ্যানেও একই ছবি ধরা পড়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, আটকের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশ সীমান্তে।