বিশাখাপত্তনম মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৯, জখম বহু

ভেঙে পড়া মন্দিরে চলছে উদ্ধার কাজ।

আজ বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শিমহাচলম মন্দিরে ভেঙে পড়ল দেওয়াল। চন্দনোৎসব অনুষ্ঠান চলাকালীন আচমকা এই দুর্ঘটনায় ৯ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ ও তিনজন মহিলা। ঘটনার জেরে জখম হয়েছেন আরও অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ। ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে এই মন্দিরে চন্দনোৎসবের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান দেখতে কাতারে কাতারে ভক্তরা ভিড় করেন। তখন আচমকা ২০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী। তাঁদের কেউ জখম হয়েছেন, কারও মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত ভেঙে পড়া মন্দিরের দেয়ালটি নবনির্মিত ছিল বলে সূত্রের খবর। সেটি নির্মাণের সময় কোনও ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। সেটি ২০দিন আগেই নির্মিত হয়েছিল। পাশেই ছিল একটি টিকিট কাউন্টার।


এদিকে শিমহাচলম মন্দিরের এই দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন। তিনিও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদেরকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।