দিল্লিতে দেওয়াল ধসে দুই শিশু সহ ৮ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতের জেরে একটি মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই শিশু সহ ৮ জনের। মর্মান্তিক এই ঘটনাটি দক্ষিণ-পূর্ব দিল্লির জইতপুর এলাকার হরিনগরের। পুলিশ সূত্রে খবর, টানা বৃষ্টির জেরে একটি পুরনো মন্দিরের পাশের দেওয়াল হঠাৎ ধসে পড়ে। এর জেরে মন্দির লাগোয়া ঝুপড়িতে বসবাসকারী ৮ জন বাসিন্দা আটকে পড়েন। আহতদের দ্রুত সফদরজং হাসপাতাল এবং এইমস-এ ভর্তি করা হয়। চিকিৎসার সময় ৭ জনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান।

পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন- শাবিবুল (৩০), রবিবুল (৩০), হাসিবুল, মুত্তু আলী (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) এবং হাসিনা (৭)। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ঝুপড়িগুলি খালি করা হয়েছে। সিনিয়র পুলিশ অফিসার ঐশ্বর্য শর্মা বলেন, ‘এখানে একটি পুরনো মন্দির আছে। তার পাশেই একটি ঝুপড়িতে কিছু সংখ্যক মানুষ থাকতেন। তাঁরা মূলত পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে দেওয়ালটি ভেঙে পড়ে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা দ্রুত ঝুপড়িগুলি খালি করে দিয়েছি।’

শুক্রবার রাত থেকে দিল্লিতে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে এই ধস নেমেছে। ভারতেরআবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে দিল্লির বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে, একাধিক আন্ডারপাস প্লাবিত হয় এবং যানজট ব্যাপক আকার নেয়। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।