পাঞ্জাবে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ৩৪ জন শ্রমিক। পাঞ্জাবের মুক্তসর জেলার সিংহওয়ালা গ্রামের ঘটনা। ওই গ্রামের একটি দোতলা গাড়িতে বাড়ি তৈরির কাজ চলছিল। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। লাম্বির ডিএসপি যশপাল সিং বলেন, ‘বৃহস্পতিবার রাত ১টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। খবর পেয়েই আমাদের টিম সেখানে পৌঁছয়। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। এই বাজি কারখানার মালিকের কাছে বৈধ কাগজপত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। এই কারখানার শ্রমিকদের অধিকাংশই উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা। মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাঝরাতে বিকট আওয়াজ পাই। বাইরে বেরিয়ে দেখি, বাজি কারখানার বাড়িটি মাটিতে মিশে গিয়েছে।’ বাজি কারখানায় নিয়মের ক্ষেত্রে কোনও ফাঁকফোকর ছিল কি না, সেই নিয়েও বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনও বেআইনি কাজ বা নিয়মভঙ্গের বিষয় নজরে আসে, সে ক্ষেত্রে আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।