নতুন মোদি জমানার প্রথম ১০০দিনেই ঝাঁপ বন্ধ হতে পারে ৪২ রাষ্ট্রায়ত্ত সংস্থার

নীতি আয়োগ (Photo: Twitter/@NITIAayog)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির দ্বিতীয় ইনিংসের প্রথম ১০০ দিনেই বেশ কয়েকটি কাঁপিয়ে দেওয়া আর্থিক সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।প্রথম ১০০ দিনের মধ্যে বড়সড় সিদ্ধান্তগুলি নেয়া হতে পারে বিগ-ব্যাং রিফর্মস-র নামে।এই বিগ ব্যাং রিফর্মসের মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া সহ মােট ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ অথবা পুরােপুরি বন্ধ করে দেওয়া।এই আর্থিক সংস্কারগুলির ফলে বিদেশী ও পুঁজিপতিরা এ দেশে বিনিয়ােগে উৎসাহী হবেন বলে আশা নীতি আয়ােগ কমিটির ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের।

এই রাজীব কুমার সরাসরি তাঁর কাজের রিপাের্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে দেন।বছর চারেক আগে ৬৫ বছরের পুরনাে যােজনা কমিশন তুলে দিয়ে নীতি আয়ােগ কমিটি গঠন করেন নরেন্দ্র মােদি।দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব এখন এই নীতি আয়ােগ কমিটিরই।

বিগ ব্যাং রিফর্ম-এর অংশ হিসেবে প্রায় খােলনলচে পাল্টে ফেলা হতে পারে শ্রম আইনকে। জটিল এই ৪৪টি ধারার সংযুক্ত আইনকে সরলীকৃত করে চারটি ভাগে ভাগ করা বলে জানিয়েছেন রাজীব কুমার।বিদেশী পুঁজিপতিদের জমি দিতে ল্যান্ড ব্যাঙ্ক গঠন করবে সরকার।