বেসরকারি স্কুলের ৩০০০ শিক্ষক, অ-শিক্ষক কর্মীদের প্রতিবাদ

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

টিউশন ফি কম নেওয়ার সরকারি নির্দেশের প্রতিবাদে কর্ণাটকের সিংহভাগ বেসরকারি স্কুল আজ ছুটি ঘােষণা করেছে। রাজ্য প্রশাসনের তরফে বেসরকারি স্কুলগুলােকে চলতি শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের থেকে টিউশন ফি বাবদ ১০০ শতাংশ নয়, শুধুমাত্র ৭০ শতাংশ ফি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ সহ একাধিক ইস্যুর প্রতিবাদে বেসরকারি স্কুলগুলির শিক্ষক ও অ-শিক্ষক কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। শিক্ষক ছাড়াও যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন তারা হলেন, বাস চালক, অ্যাটেন্ডার, সিকিউরিটি স্টাফ ও স্কুল পরিচালন কমিটির সদস্যরা।

ড্রোন ফুটেজে দেখা গেছে, কয়েক হাজার। প্রতিবাদকারী ফ্লাইওভারে উঠে প্রতিবাদ দেখান। প্রতিবাদের জেরে ৩০ থেকে ৪৫ মিনিট ট্রাফিক জ্যাম হয়েছিল। কর্ণাটক প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট, টিচিং এন্ড নন-টিচিং স্টাফ কো অর্ডিনেশন কমিটি প্রতিবাদ মিছিলের আয়ােজন করেছিলেন।


পাশাপাশি, দশটি বেসরকারি স্কুল সংগঠনের সদস্যরা বেঙ্গালুরুর প্রধান রেলওয়ে স্টেশন থেকে ফ্রিডম পার্ক পর্যন্ত মিছিল করেন।