ক্রিপ্টো জালিয়াতির অভিযোগে ওড়িশা থেকে ধৃত রাজ্যের ৩০

ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের ৩০ জন বাসিন্দাকে। বৃহস্পতিবার ভোরে ওড়িশার কটক থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই জালিয়াতির সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
বুধবার রাত ৮টা নাগাদ টুইন সিটি কমিশনারেট পুলিশের কাছে গোপন সূত্রে একটি খবর আসে। পুলিশ জানতে পারে, ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির সঙ্গে জড়িতরা কটকের শিখরপুর এলাকার একটি হোটেলে উঠেছে। সেই খবরের ভিত্তিতে হোটেলে হানা দেয় পুলিশ। এই অভিযানে ৩০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, ধৃতরা ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে খবর, হোটেলের রেজিস্টারে ৩০ জনের নাম থাকলেও আরও কয়েকজন অভিযুক্ত হোটেলের আশপাশেই রয়েছেন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ধৃত ৩০ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই হোটেলের মালিক এবং কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে কটকে লক্ষ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির চক্র ফাঁস হয়েছিল। সেই মামলায় অবিনাশ ওঝা, প্রতীক চৌরাসিয়া  ও গগন সাহু নামে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা নিজেদের ব্যাঙ্কের কর্মচারী পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়েছিলেন। তারপর তাঁদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে বৃহস্পতিবার ৩০ জনের গ্রেপ্তার হওয়ার ঘটনার কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।