যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ দেশের ২৫টি বিমানবন্দর

ফাইল চিত্র

ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করল ভারত। ২৫টিরও বেশি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, অমৃতসর, শ্রীনগর, লুধিয়ানা, কিশনগড়, ও ভুনতার বিমানবন্দর থেকে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের উড়ান বাতিল করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর ফলে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-সহ একাধিক বিমান সংস্থা শতাধিক উড়ান বাতিল করেছে। ইন্ডিগো একদিনেই ১৬৫টি উড়ান বাতিল করেছে। অমৃতসর বিমানবন্দর থেকে দু’টি আন্তর্জাতিক উড়ান দিল্লি অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়েছে।