ছত্তিশগড়ের কেশকাল বিভাগের কুয়েমাড়ি-কিসকোদো অঞ্চল কমিটির ২১ জন মাওবাদী কর্মী মূলস্রোতে ফিরে এলেন। তাঁদের মধ্যে আছেন ওই বিভাগেরই সম্পাদক মুখেশ। শনিবার রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে তাঁরা সমাজের মূলস্রোতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ৪ জন বিভাগীয় কমিটির সদস্য (ডিভিসিএম), ৯ জন অঞ্চল কমিটির সদস্য (এসিএম) এবং ৮ জন সাধারণ পার্টি সদস্য। ২১ জন মাওবাদীর মধ্যে ১৩ জনই মহিলা এবং বাকি ৮ জন পুরুষ। দীর্ঘদিন জঙ্গলে সংগঠনের হয়ে কাজ করলেও রাজ্য সরকারের পুনর্বাসন ও আত্মসমর্পণ নীতিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা এ দিন অস্ত্র সমর্পণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
মোট ১৮টি অস্ত্র আত্মসমর্পণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি একে–৪৭ রাইফেল, ৪টি স্বয়ংক্রিয় রাইফেল (এসএলআর), ২টি ইনসাস রাইফেল, ৬টি .৩০৩ রাইফেল, ২টি একনল রাইফেল এবং একটি বায়ো গ্রেনেড লঞ্চার (বিজিএল)।
রাজ্য পুলিশের দাবি, এই আত্মসমর্পণ কেশকাল অঞ্চলে মাওবাদীদের সংগঠনকে বড় ধাক্কা দেবে। উত্তর উপঅঞ্চল ব্যুরোর আওতায় থাকা ওই এলাকায় তাঁদের প্রভাব অনেকটাই কমে যাবে। পুলিশের তরফে জানানো হয়েছে, আত্মসমর্পণকারী প্রতিটি মাওবাদীকে রাজ্য সরকারের নীতি মাফিক আর্থিক সাহায্য, পুনর্বাসন ও নিরাপত্তা প্রদান করা হবে।