শুক্রবার, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৫৩ ন্যটিকাল মাইল দক্ষিণে সমুদ্রে ভাসমান একটি মার্কিন নৌযান থেকে ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার করল ২ জন মার্কিন নাগরিককে। জানা গিয়েছে মার্কিন নৌযানটি মাঝ সমুদ্রে বিপদে পড়ায় ভারতীয় উপকূলরক্ষীবাহিনী বিপদবার্তা পেয়ে উদ্ধারকাজে নামে।
ভারতীয় উপকূলরক্ষীবাহিনী সূত্রে জানা গিয়েছে যে, নিকোবার দ্বীপপুঞ্জ থেকে ৫৩ ন্যটিকাল মাইল দক্ষিণে একটি আমেরিকার পতাকাবাহী নৌযান বিপদে পড়েছিল। নৌযানটির নাম ‘সি এঞ্জেল’। চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট থেকে বিপদবার্তা পাঠানো হয়। সেই বার্তা পেয়েই উপকূলরক্ষীবাহিনীর তরফ থেকে পাঠানো হয় আইসিজি জাহাজ ‘রাজবীর’। কিছুক্ষণের মধ্যেই ওই মার্কিন নৌযান থেকে উদ্ধার করা হয় দু’জন আমেরিকান নাগরিককে। জানা গিয়েছে নৌযানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি মাঝসমুদ্রে বিপদের মুখে পড়েছিল।