সংসদের শীতকালীন অধিবেশনে ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার দাবি জানিয়েছিলেন। গত বছরের শেষ দিনে আমাজন, সুইগি, জোমাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীদের ডাকা ধর্মঘটকেও সমর্থন করেছিলেন। এবার ব্লিঙ্কিটের ‘ডেলিভারি বয়’-এর পোশাকে দেখা গেল আপ সাংসদ রাঘব চাড্ডাকে।
একজন গিগ কর্মীর দিনলিপি জানতে মোটরবাইকে করে সারাদিন ঘুরে বেড়ালেন তিনি। বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ‘অর্ডার’। একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আপ সাংসদ। সেখানে দেখা যাচ্ছে, ব্লিঙ্কিটের ‘ডেলিভারি বয়’-এর পোশাক পরছেন রাঘব। তারপর ওই সংস্থার এক গিগ কর্মীর সঙ্গেই তাঁর বাইকে চড়ে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন ‘অর্ডার’। তাঁর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে ভিডিওর শেষে লেখা ‘সঙ্গে থাকুন। আরও কিছু আসছে।’ তবে আগামী দিনে কী আসতে চলেছে, তা স্পষ্ট করেননি রাঘব। স্বাভাবিকভাবেই তা ঘিরে কৌতুহল বাড়ছে।