সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টে করার জন্য গুলি করে খুন করা হল বজরং দলের কর্মীকে। তার নাম শোভিত, বয়স ১৬। একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার রাতে কাটঘর থানার অন্তর্গত দেহরি গ্রামে গুলি করা হয় শোভিতকে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ আধিকারিক বরুণ কুমার জানান, অভিযুক্তের পরিবারের সদস্যদের হেফাজত নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করে হচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। এদিকে শোভিতের খুনের খবর ছড়িয়ে পড়তেই কাটঘর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সদস্যরা। পুলিশকর্তাদের সঙ্গে বচসা বাধে তাঁদের। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।